Your Cart

Your cart is empty

Go find your favorite products and add them to the cart.

Continue Shopping

Sub Total

Tk


Proceed to Checkout

Privacy Policy

🔐 Privacy Policy

📅 সর্বশেষ আপডেট: ০১ জুলাই ২০২৫  

 

🧾 ১. আপনার প্রাইভেসি আমাদের জন্য গুরুত্বপূর্ণঃ

EcoFitnessBD.com -তে, আমরা আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনি যখন আমাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজ ব্যবহার করেন, তখন আপনি আমাদের উপর আস্থা রাখেন। সেই আস্থা আমাদের কাছে সম্মানের।

 

📌 ২. আমরা কী ধরণের তথ্য সংগ্রহ করি?

আমরা আপনার কাছ থেকে নিম্নলিখিত তথ্য সংগ্রহ করতে পারিঃ

👤 নাম

📱 মোবাইল নম্বর

📧 ইমেইল ঠিকানা

🛍️ অর্ডার সংক্রান্ত তথ্য

🖥️ ব্রাউজিং ডিভাইস বা আইপি অ্যাড্রেস (সিকিউরিটি/অ্যানালিটিক্সের জন্য)

তবে চিন্তার কিছু নেই: আমরা কখনোই আপনার তথ্য অপ্রয়োজনীয়ভাবে সংগ্রহ করি না।

 

🎯 ৩. এই তথ্য আমরা কীভাবে ব্যবহার করি?

আমরা আপনার তথ্য ব্যবহার করি কেবলমাত্রঃ

✅ আপনার অর্ডার প্রসেস ও ডেলিভারি নিশ্চিত করতে

✅ প্রয়োজনীয় কাস্টমার সার্ভিস দিতে

✅ প্রাসঙ্গিক অফার/আপডেট জানাতে 

✅ আমাদের ওয়েবসাইট ও কনটেন্ট উন্নত করতে

 

৪. আমরা আপনার তথ্য কখনো বিক্রি করি নাঃ

আপনার তথ্য আমাদের কাছে ১০০% সুরক্ষিত। আমরা কখনোই আপনার পার্সোনাল ডেটা কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা শেয়ার করি না — শুধু নিচের ক্ষেত্রে ব্যতিক্রমঃ

 

🛒 কুরিয়ার/ডেলিভারি পার্টনার (শুধুমাত্র আপনার নাম, মোবাইল নাম্বার ও ঠিকানা)

🧾 লিগ্যাল বা নিরাপত্তা প্রয়োজনে সরকারকে তথ্য সরবরাহ (আইনের বাধ্যবাধকতায়)

 

🔐 ৫. তথ্য সুরক্ষায় আমরা কী করি?

✅ আমরা নিচের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করিঃ

🔒 SSL এনক্রিপশন ও সিকিউর সার্ভার

🔐 সীমিত অ্যাক্সেস — শুধুমাত্র অথরাইজড টিম মেম্বারদের তথ্য অ্যাক্সেস

🧹 অপ্রয়োজনীয় পুরনো তথ্য ডিলিট করে ফেলি

 

📤 ৬. কুকিজ (Cookies) ও ট্র্যাকিংঃ

আমাদের ওয়েবসাইটে কুকি ব্যবহার করা হতে পারে যেন আপনি আরও ভালো ব্রাউজিং এক্সপেরিয়েন্স পান। কুকিজের মাধ্যমেঃ

✅ সাইট পারফরমেন্স ট্র্যাক করা হয়

✅ প্রাসঙ্গিক কনটেন্ট সাজেস্ট করা হয়

✅ ইউজার বিহেভিয়ার বিশ্লেষণ করা হয়

👉 আপনি চাইলে আপনার ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন।✅ 

 

📅 ৭. আপনার তথ্য কতদিন সংরক্ষিত থাকে?

আপনার অর্ডার বা অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য আমরা সাধারণত ৩ বছর পর্যন্ত সংরক্ষণ করি, যদি না আপনি আগেই তা মুছে ফেলার অনুরোধ করেন।

 

🧽 ৮. আপনি কীভাবে আপনার তথ্য মুছতে বা সংশোধন করতে পারেন?

আপনি চাইলে আমাদের কাছে নিচের অনুরোধ জানাতে পারেন:

আপনার তথ্য দেখার অনুরোধ

তথ্য সংশোধন

পুরোপুরি ডেটা ডিলিট (Account Closure)

👉 যোগাযোগ করুন:

📧 Email: ecofitnessbd@gmail.com 

📱 ফেসবুক: facebook.com/ecofitnessbd

 

🔗 ৯. থার্ড পার্টি লিংকঃ

আমাদের ওয়েবসাইটে অন্য ওয়েবসাইটের লিংক থাকতে পারে (যেমনঃ ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটক, পেমেন্ট গেটওয়ে, ইত্যাদি)। আমরা ঐসব থার্ড পার্টির প্রাইভেসি নীতির জন্য দায়ী নই। আপনি সেই সাইটে গেলে তাদের নীতিমালা নিজ দায়িত্বে পড়ে নেবেন।

 

🔄 ১০. পরিবর্তনের অধিকারঃ

EcoFitnessBD.com  যে কোনো সময় এই প্রাইভেসি পলিসি আপডেট করতে পারে। আপনি নিয়মিত এই পেইজ ভিজিট করে সর্বশেষ সংস্করণটি দেখে নিতে পারেন।

 

📞 যোগাযোগঃ

যেকোনো প্রশ্ন বা অনুরোধ থাকলে সরাসরি যোগাযোগ করুনঃ

📧 Email: ecofitnessbd@gmail.com 

📱 ফেসবুক: facebook.com/ecofitnessbd 

 

✅ উপসংহারঃ

আপনার তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। EcoFitnessBD.com -তে আপনি যেকোনো ধরনের তথ্য দিয়ে যখন সেবা নেন, তখন আপনি আমাদের উপর যে আস্থা রাখছেন — আমরা তা সম্মান করি এবং সর্বোচ্চ সতর্কতায় সেই আস্থা রক্ষা করি।

 

🔗 আরও জানুনঃ

📜 Terms & Condition

📦 Return & Refund Policy

⚠️ Medical Disclaimer


 

🔒 আপনাকে ধন্যবাদ — Eco Fitness BD পরিবারে আস্থা রাখার জন্য! 💚